তৃতীয় সন্তান জন্ম দিলেই মিলবে নগদ ৫০ হাজার টাকা। জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হল নতুন পদক্ষেপ। সম্প্রতি রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্য সরকার সকলের কাছেই একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন ভারতবর্ষের উত্তরাংশে অবস্থিত রাজ্য গুলিতে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে জনসংখ্যা কমতে থাকার বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকারগুলি।
পাবেন নগদ ৫০ হাজার টাকা
উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে বিস্তর জনসংখ্যার পার্থক্য রয়েছে ইতিমধ্যেই। এই পার্থক্য যদি ভবিষ্যতে আরো বৃদ্ধি পায় তাহলে সমগ্র দেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক পরিস্থিতি, সবকিছুতেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সরকারকে। সম্প্রতি দিল্লিতে হওয়া একটি বৈঠকে মুখ্যমন্ত্রীর সরাসরি জানিয়েছেন যে এইভাবে যদি দক্ষিণ ভারতের জনসংখ্যা ক্রমাগত কমতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে হবে সকলকেই। এই কারণে জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে নতুন প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার।
Read More: রাজ্যের এই সমস্ত, কর্মীদের মেয়েরা পাবে ১ লক্ষ টাকা! দেখে নিন কিভাবে?
জনসংখ্যা বৃদ্ধিতে রাজ্যের অবদান
পশ্চিমবঙ্গ রাজ্যসহ ভারতবর্ষের একাধিক উত্তর ভারতীয় রাজ্যে জনসংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে কয়েক দশকের মধ্যে। তবে সেই তুলনায় দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে একেবারেই জনসংখ্যা বৃদ্ধি পারেনি উল্টে জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন রাজ্যের সরকার গুলি। এবার এই সমস্ত রাজ্য গুলিতে জনসংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে দুর্দান্ত প্রকল্প শুরু করা হলো। এই প্রকল্পের মাধ্যমে উৎসাহিত হয়ে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে মনে করছে সরকার।
প্রকল্পের সুযোগ সুবিধা
সম্প্রতি স্পষ্টভাবে জানানো হয়েছে যে বিশেষ এই রাজ্যের যে সমস্ত মহিলারা তৃতীয় বারের জন্য সন্তান লাভ করবেন, তাদের ব্যাঙ্ক একাউন্টে সন্তানের পারিপার্শ্বিক খরচ বাবদ ৫০,০০০ টাকার নগদ ফিক্স ডিপোজিট করে দেওয়া হবে। অপরদিকে ওই মহিলা যদি পুত্র সন্তানের জন্ম দেন তাহলে ফিক্স ডিপোজিট এর পাশাপাশি অতিরিক্ত উপহার হিসাবে একটি গরু পাবেন বলেও জানানো হয়েছে।
এই দুর্দান্ত ঘোষণাটি মার্চ মাসের ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সর্বসমক্ষে সাংসদ আপ্পালা নাইডুর পক্ষ থেকে জানানো হয়েছে। যেখানে তিনি এটিও জানিয়েছেন যে, এই আর্থিক সহায়তা রাজ্য সরকারের তহবিল থেকে পাঠানো হবে না মহিলাদের কাছে। বরং সাংসদ নিজেই নিজের বেতন থেকে এই অর্থ প্রদান করবেন তৃতীয় সন্তানের মাকে। এই খবরটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর গণমাধ্যমে যথেষ্ট পরিমাণে প্রচার পেয়েছে।