SBI WeCare FD Scheme 2025: SBI দিচ্ছে প্রবীণ নাগরিকদের বাড়তি সুদ! এখনই আবেদন করুন এই দুর্দান্ত স্কিমে।

By Ipsita Dey

Published On:

Follow Us
SBI WeCare FD Scheme 2025

SBI WeCare FD Scheme 2025: দেশের প্রবীণ নাগরিকদের একাধিকভাবে সহায়তা করে থাকে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার গলি। জীবনের বেশিরভাগ সময় যেসব নাগরিকরা দেশের জন্য একাধিক কাজ করেছেন তাদের অসহায় অবস্থা শুরু হয় এই প্রবীণ বয়সেই।

সেই কারণে প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা এবং আর্থিক সুরক্ষা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে। তবে এবারের ভারতবর্ষের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই প্রবীণ নাগরিকদের অর্থ সঞ্চয় এর একটি দুর্দান্ত প্রকল্প (SBI WeCare FD Scheme 2025) নিয়ে আসা হয়েছে।

এক্ষেত্রে উপভোক্তারা অতিরিক্ত সুদে নিজেদের সারা জীবনের রোজগার করা অর্থ গচ্ছিত রাখতে পারবেন। আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই দুর্দান্ত সেভিংস প্রকল্প সম্পর্কে জেনে নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়বেন।

Read More: লক্ষ্মীর ভাণ্ডারে নতুন ঘোষণা সরকারের। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কবে দেবে?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঞ্চয় স্কিম

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতবর্ষের প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য একটি দুর্দান্ত ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আসা হয়েছে। এরই নাম- SBI Wecare স্কিম। নিয়মিত ফিক্সড ডিপোজিট স্কিমের তুলনায় এই স্কিম ভারত বর্ষের প্রবীণ নাগরিকদের একাধিক সুযোগ-সুবিধা প্রদান করছে।

SBI এর এই দুর্দান্ত স্কিমটির মাধ্যমে ভারতবর্ষের প্রবীণ নাগরিকরা সাধারণ ফিক্স ডিপোজিট স্কিমের তুলনায় ০.৫০% বেশি হারে বার্ষিক সুদ পাবেন। অর্থাৎ এখানে ভারতবর্ষের প্রবীণ নাগরিকদের জন্য শুরু হওয়া এই দুর্দান্ত স্কিমের মাধ্যমে ৭% হারে বার্ষিক সুদ দেবে SBI। যা তাদের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করে তাদের আর্থিকভাবে সুরক্ষা প্রদান করবে।

এই প্রকল্পে নিজেদের অর্থ বিনিয়োগ করলে শুধুমাত্র যে উচ্চ সুদ পাওয়া যায় তাই নয়, এক্ষেত্রে নাগরিকদের সঞ্চিত অর্থের ওপর সম্পূর্ণরূপে সুরক্ষা প্রদান করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর পাশাপাশি ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের সময়কালের জন্য আপনার কষ্ট করে রোজগারের টাকাটি আপনি সঞ্চয় করে রাখতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SBI Wecare স্কিমে। অর্থাৎ এখানে আর্থিক সুরক্ষা এবং নিরাপত্তা পাওয়ার পাশাপাশি নিজেদের ইচ্ছামত সময়ের মধ্যে টাকা জমা করতে পারেন।

How To Apply For SBI WeCare FD Scheme 2025?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই দুর্দান্ত প্রকল্পে নিজেদের কষ্টার্জিত টাকা সঞ্চিত করার জন্য বয়স শংসাপত্র, আধার কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণ নিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার নিকটবর্তী SBI শাখায়। এক্ষেত্রে আপনাকে আবশ্যকভাবে ৬০ বছরের বেশি বয়সী হতে হবে।

SBI WeCare FD Scheme 2025

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment