SBI Jannivesh SIP 2025: মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করে হয়ে উঠুন লাখপতি! SBI চালু করল দুর্দান্ত এক স্কিম।

By Ipsita Dey

Published On:

Follow Us
SBI Jannivesh SIP 2025

SBI Jannivesh SIP 2025: মাত্র ২৫০ টাকা বিনিয়োগ করে হয়ে উঠুন লাখপতি! এবারে দেশের মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষদের বিনিয়োগ ও সঞ্চয়ের ব্যবস্থাকে আরও সহজ করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক দুর্দান্ত বিনিয়োগ স্কিম নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার দুর্দান্ত প্রকল্পটির নাম রাখা হয়েছে জন নিবেশ যোজনা।

সম্প্রতি ভারতবর্ষের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য SBI Jannivesh SIP শুরু করা হয়েছে। যেখানে মিউচুয়াল ফান্ড এবং সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর সংযোগে বিনিয়োগ শুরু করতে পারবেন দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরাও। এই দুর্দান্ত বিনিয়োগ প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

SBI Jannivesh SIP 2025

বর্তমানে প্রতিমাসে বিনিয়োগ করে একটি মোটা অংকের টাকা রিটার্ন হিসাবে পাওয়ার জন্য সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্লান্ট বা SIP (SBI Jannivesh SIP 2025) জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ সংস্থার মাধ্যমে বিনিয়োগ করার থেকে বিশ্বস্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে বিনিয়োগ শুরু করতে পারেন আপনি। এখানে দেশের সাধারণ দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত সকল মানুষের কথা ভেবেই ন্যূনতম বিনিয়োগের মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

Read More: ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করুন বাড়িতে বসে! কিভাবে করবেন জেনে নিন।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ

এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে বিশ্বস্ত বিভিন্ন সংস্থা ছেড়ে কেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? আসলে বিগত ১০ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা ফিক্সড ডিপোজিট এর মতো স্কিমের মাধ্যমে বিনিয়োগের মূলধন সর্বোচ্চ চার শতাংশ থেকে ৫ শতাংশ বৃদ্ধি পায়।

এছাড়াও এক্ষেত্র অধিক পরিমাণে বিনিয়োগ করতে হয় উপভোক্তাদের। কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগের টাকার দশ বছরের সময়কালে ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিনিয়োগ ও রোজগারের পরিমাণ

এখানে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে বিনিয়োগকারীরা টাকা বিনিয়োগ করতে পারবেন। প্রতিমাসে ২৫০ টাকা করে বিনিয়োগ করে যদি ২৫ বছর পরে সেই টাকা তোলার পরিকল্পনা করেন তাহলে ২৫ বছরের মোট বিনিয়োগের পরিমাণ হবে ৭৫,০০০ টাকা।

এবার আপনার বিনিয়োগটি ১২ শতাংশ বার্ষিক রিটার্নের সাথে বৃদ্ধি পেলে, ২৫ বছর পরে মোট রিটার্ন পাবেন প্রায় ৪,৭৪,৪০৯ টাকা। এক্ষেত্রে অবশ্যই আপনার বিনিয়োগটি কত শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে তার উপর নির্ভর করবে আপনার মোট রিটার্নের পরিমাণ।

SBI Jannivesh SIP 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment