SBI Educational Loan 2025: লেখাপড়া করে সুপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রয়োজন হয় উচ্চশিক্ষার। আর সব থেকে বড় কথা এই যে উচ্চশিক্ষার জন্য প্রয়োজন হয় প্রচুর টাকার। এই কারণে অনেক সময়ই দেশের দরিদ্র পরিবারগুলির ছাত্র-ছাত্রীরা মেধাবী হলেও উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। তবে এবারে এই সমস্ত সমস্যার সমাধান করছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আমাদের সকলেরই পরিচিত SBI।
সম্প্রতি SBI এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য একাধিক লোন এর স্কিম নিয়ে আসা হয়েছে। এই সমস্ত লোনের মাধ্যমে নিজেদের উচ্চশিক্ষা সম্পন্ন করে ছাত্র-ছাত্রীরা চাকরি পাওয়ার পর থেকে লোন শোধ করা শুরু করতে পারবেন। এই দুর্দান্ত লোন স্কিম সম্পর্কে সবিস্তারে জানতে অবশ্যই পড়ে নিতে হবে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি।
SBI Educational Loan 2025
সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক SBI এর পক্ষ থেকে দুর্দান্ত এডুকেশনাল লোন স্কিম (SBI Educational Loan 2025) লঞ্চ করা হয়েছে। যেখানে গরিব দুস্থ ঘরের ছাত্র-ছাত্রীরা নিজেদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। মূলত এই স্কিমের মাধ্যমে আবেদনের সম্পূর্ণ ঋণ পাওয়ার পাশাপাশি বিদ্যালয় কিংবা কলেজের ভর্তির টাকা, ল্যাপটপ বা কম্পিউটারের খরচ, টিউশন ফি এমন কি পড়াশোনার জন্য ভ্রমণের খরচও বহন করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন: আর টাকা তুলতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে! নতুন বছরে RBI-র কড়া পদক্ষেপ।
এই এডুকেশনাল লোনের সুযোগ সুবিধা
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্পূর্ণ প্রসেসিং ফি মুক্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের জন্য।
২) পড়াশোনা শেষ হওয়ার পর মোট এক বছরের জন্য কোনো রকম ঋণ পরিশোধ করতে হবে না ছাত্রছাত্রীদের।
৩) ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার ইনস্টিটিউট এবং গৃহীত লোনের পরিমাণের উপর নির্ভর করে সুদের মান নির্ধারণ করা হবে।
৪) মোট ১৫ বছর সময়কালের মধ্যে ধাপে ধাপে নিজেদের সুবিধামতো লোন পরিশোধ করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
৫) ছাত্রীদের জন্য সমস্ত প্রকারের সুদের হার ০.৫০% ছাড় দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই দুর্দান্ত এডুকেশনাল লোন স্কিমে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার কোর্সে ভর্তি হতে হবে। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, পিএইচডি কিংবা ডিপ্লোমা ডিগ্রীর জন্য ছাত্র-ছাত্রীরা লোনের আবেদন জানাতে পারেন।
এডুকেশনাল লোন স্কিমের সুদের পরিমাণ
- ৭.৫০ লাখ পর্যন্ত লোনে সুদের হার ১১.১৫%
- ৭.৫০ লাখের বেশি লোনে সুদের হার ১০.১৫%
- ১০ লাখের বেশি লোনে সুদের হার ১০.১৫%
SBI Educational Loan 2025 | Click Here |