PM Viswakarma Yojana 2025: কারিগরি বা শিল্পকর্মের সঙ্গে যুক্ত পুরুষ কিংবা মহিলা উপভোক্তাদের জন্য দুর্দান্ত এক প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বকর্মা পূজার দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিজের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের শিল্পীদের উদ্দেশ্য করে একটি প্রশিক্ষণ প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ১৫০০০ টাকা প্রদান করা হচ্ছে।
আপনিও যদি দেশের কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত থাকেন এবং নিজের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের নাম নথিভুক্ত করেন, তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনে এই প্রকল্পের সম্পূর্ণ বিবরণ উল্লেখ করা হলো। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই কেন্দ্রীয় সরকারের এই সুযোগ-সুবিধা পাওয়ার জন্য শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন।
প্রকল্পের নাম
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা
Read More: এই কার্ড বানালেই কৃষকরা পাবেন ৬০০০ টাকা! এখনই আবেদন করুন ফার্মার আইডি কার্ড।
PM Viswakarma Yojana 2025 সুযোগ-সুবিধা
১) এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের শিল্প এবং কারিগরি কাজের সঙ্গে যুক্ত মানুষদের অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়।
২) কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণের পাশাপাশি, যতদিন পর্যন্ত প্রশিক্ষণ চলবে সেই হিসেবে অনুযায়ী প্রতিদিনে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় শিক্ষার্থীদের।
৩) সম্পূর্ণ প্রশিক্ষণের সময়সীমা শেষ হওয়ার পর প্রতিটি উপভোগ থেকে ১৫,০০০/- টাকার টুল কিট প্রদান করে কেন্দ্রীয় সরকার।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারী প্রার্থীকে আবশ্যিকভাবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এখানে শুধুমাত্র কারিগরি পেশার সঙ্গে যুক্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
- ন্যূনতম ১৮ বছর বয়স না হলে এই প্রকল্পের আবেদন জানানো যাবে না।
- কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে দেশের শিল্পী মানুষদের আর্থিক উন্নতি এবং সামাজিক অগ্রগতির দিকে দৃশ্যপাত করা হয়েছে। তাই দেশের যে কোন প্রান্ত অবস্থিত পুরুষ মহিলা নির্বিশেষে শিল্পীরা এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি
১) আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই সবার আগে PM Viswakarma Yojana 2025 অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্রকল্পে আবেদনের যোগ্যতা এবং অন্যান্য পদ্ধতিগুলি ভালোভাবে যাচাই করে নেবেন।
২) এরপর প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
৩) রেজিস্ট্রেশন এর পর নিজের অ্যাকাউন্টটি লগইন করে অনলাইন মাধ্যমে সমস্ত আবেদন পত্রটি সঠিক বিবরণের সাথে পূরণ করে জমা করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- আধার কার্ড।
- ঠিকানার প্রমাণপত্র।
- বার্ষিক আয়ের প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজ ছবি।
- ব্যাংকের পাস বই ইত্যাদি।
Important Links
PM Viswakarma Yojana 2025 | Click Here |
Apply Online | Apply Now |