PM SVANidhi Yojana 2025: ছোট ব্যবসায়ীদের জন্য দারুন সুখবর! কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পে ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড পাবেন বিনামূল্যে।

By Ipsita Dey

Published On:

Follow Us
PM SVANidhi Yojana 2025

PM SVANidhi Yojana 2025: কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে এবারে ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড পেতে চলেছেন ভারতবাসী। বরাবরই ভারতবর্ষের খেটে খাওয়া মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলির পাশে এসে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারের বিভিন্ন উদ্যোগে বর্তমানে কষ্ট করে রোজগার করা পরিবার গুলির মুখে ফুটেছে আনন্দের হাসি। এরমধ্যেই ২০২৫ সালের বাজেটে দুর্দান্ত এক প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

ভারতবর্ষের ছোট ব্যবসায়ী বা হকারদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এই সমস্ত ছোটখাট ব্যবসায়ীরা যাতে প্রতিদিনের জিনিসপত্র বিক্রি করে নিজেদের ব্যবসাটি সঠিক পরিমাণে চালাতে পারেন।

এই ব্যবসায় কিছুটা বিনিয়োগ করতে পারেন তার জন্য এবারে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন এক দুর্দান্ত প্রকল্পের। এই প্রকল্প সম্পর্কে সবিস্তারে জেনে নিতে অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

প্রকল্পের নাম

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প

আরও পড়ুন: রমজান মাসে পাবে রেশনে বাড়তি খাদ্য সামগ্রী! কোন কোন কার্ডে কি কি সুবিধা পাবেন দেখে নিন।

PM SVANidhi Yojana 2025 এর উদ্দেশ্য

ভারতবর্ষের প্রতিটি রাজ্যের আনাচে-কানাচে এমন অনেক ব্যবসায়ী রয়েছেন, যারা প্রতিদিনের রোজগার থেকে জীবনযাপন করেন। এই সমস্ত ব্যবসায়ীদের মূলধনের যোগান দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০২০ সালে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করা হয়।

এই প্রকল্পটির মাধ্যমে মূলত উপভোক্তাদের ঋণের ব্যবস্থা করে দেয় কেন্দ্রীয় সরকার। তবে ২০২৫ সালের বাজেটে এই প্রকল্পের (PM SVANidhi Yojana 2025) জন্য প্রতিটি উপভোক্তাকে ক্রেডিট কার্ড দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মাধ্যমে ঋণ গ্রহণ

এখনো পর্যন্ত চলে আসা কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে মোট তিন ধাপে অধিক পরিমাণ লোন গ্রহণ করতে পারেন উপভোক্তারা। এক্ষেত্রে প্রথমে শিশু ঋণ হিসেবে ১০,০০০ টাকার ঋণ দেওয়া হয় উপভোক্তাদের।

প্রথম ঋণ শোধ করলে পরবর্তীকালে প্রয়োজনে ২০,০০০ টাকা পর্যন্ত ঋণ পেতে সক্ষম হন ওই উপভোক্তা। এরপর সঠিক সময়ের মধ্যে দ্বিতীয় লোনটি শোধ করে দিতে পারলে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের জন্য তিনি যোগ্য হন।

প্রকল্পের সুযোগ সুবিধা

১) এই প্রকল্পের মাধ্যমে (PM SVANidhi Yojana 2025) ক্ষুদ্র ব্যবসায়ী বা হকারদের জন্য মূলধন হিসাবে ঋণের বন্দোবস্ত করে কেন্দ্রীয় সরকার।

২) ঋণ গ্রহণের পর তা সঠিক সময়ের মধ্যে শোধ করে দিলে ৭% ভর্তুকি পাওয়া যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

৩) সম্প্রতি এক ঘোষণা দ্বারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবার উপভোক্তাদের ৩০ হাজার টাকার ইউপিআই লিংক ক্রেডিট কার্ড দেবে।

Important Links

PM SVANidhi Yojana 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment