PM Mudra Yojana 2025: আপনি কি ব্যবসা শুরু করতে চান? প্রত্যেককে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

By Ipsita Dey

Published On:

Follow Us
PM Mudra Yojana 2025

PM Mudra Yojana 2025: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের বেকারত্ব কমানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সমগ্র দেশজুড়ে বিপুল পরিমাণে বেকারত্ব তৈরি হয়েছে যে কারণে ভারতীয় অর্থনীতিতে তার প্রভাব পড়ছে।

এই সমস্যা ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হতে বাধা সৃষ্টি করছে। এছাড়াও দেশের অভ্যন্তরে একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যেই মূলত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত এই প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমান সময়ে সরকারি কিংবা বেসরকারি চাকরির বিপুল পরিমাণে প্রতিযোগিতায় আগ্রহ হারিয়ে প্রচুর যুবক-যুবতী নিজের একটি ব্যবসা তৈরি করার দিকে আগ্রহী হয়ে উঠেছেন। তবে নিজস্ব ব্যবসা তৈরি করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মোটা অংকের মূলধন।

কিন্তু এবারে দেশবাসীর এই সমস্যার সমাধান করতেই এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি দেশের যুব সম্প্রদায়ের জন্য কেন্দ্রীয় সরকারের ঘোষিত দুর্দান্ত এক প্রকল্প নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা রইল।

প্রকল্পের নাম

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)

Read More: কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীদের ৪৮ হাজার টাকা স্কলারশিপ! এখনই এইভাবে আবেদন করুন।

PM Mudra Yojana 2025 প্রকল্পের উদ্দেশ্য

সমগ্র দেশের যুবক-যুবতীদের নতুন ব্যবসা শুরু করার জন্য উদ্বুদ্ধ করছে কেন্দ্রীয় সরকার। এই কারণেই সরকারি পক্ষ থেকে আর্থিক ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, নতুন ব্যবসা তৈরি করার জন্য। এর ফলে একটি ব্যবসা তৈরি করার জন্য যে বিপুল পরিমাণ মূলধনের প্রয়োজন হয় সেই সমস্যা অনেকটাই সমাধান হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। বৃহৎ উদ্দেশ্যে এই প্রকল্পের মাধ্যমে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্বের হার কমাতেও এটি সহায়তা করবে।

প্রকল্পের বিভাগ এবং সুযোগ সুবিধা

বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের মোট ৪ ধরনের ঋণের ব্যবস্থা করে দেয় কেন্দ্রীয় সরকার। এই চারটি বিভাগের মধ্যে থেকে শিশু ঋণের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, কিশোর ঋণের মাধ্যমে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা, তরুণ ঋণের মাধ্যমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এবং তরুণ প্লাস ঋণের মাধ্যমে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।

প্রকল্পে কারা আবেদন জানাতে পারবেন?

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দুর্দান্ত PM Mudra Yojana 2025 প্রকল্পটি মূলত কৃষি, বস্ত্র, ভোগ্যপণ্য, সামাজিক সেবা, ক্ষুদ্র আর্থিক ব্যবসা বা ফিনান্স সংক্রান্ত ব্যবসা এবং অন্যান্য ছোট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার জন্য সরু করা হয়েছে। সেই কারণে এই প্রকল্পে নিজেদের ব্যবসা কিংবা কৃষিজ ও পণ্য উৎপাদন শুরু করার উদ্দেশ্যেই আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

Important Links

PM Mudra Yojana 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment