New Income Tax Law 2025: ভারতবর্ষের আয়কর বিলে আসতে চলেছে পরিবর্তন! কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছয় দশকের পুরনো আয়কর আইনে পরিবর্তন এনে এটিকে আরো সহজ সরল বানানোর বিষয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে আয়কর আইন বিষয়ে একাধিক ভারতবাসীর সঠিকভাবে অবগত নন। তবে এবার থেকে সমস্ত ভারতবর্ষের কাছে আয়করের বিষয়টিতে স্বচ্ছতা আনার জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিবর্তন করা হচ্ছে এই আইনের।
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে লোকসভায় আয়কর আইন পরিবর্তনের (New Income Tax Law 2025) বিষয়টি তুলে ধরেছেন। এই বিল পাস হলে ১৯৬১ সালের আয়কর আইনটি অত্যন্ত সহজ সরল এবং সমস্যা মুক্ত করা যাবে বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।
সরকারের পক্ষ থেকে আয়কর আইন সংক্রান্ত কোন কোন বিষয়গুলি পরিবর্তন করা হলো? এই পরিবর্তনের ফলে সুবিধা কি হবে? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।
বর্তমানে গোটা দেশে ১৯৬১ সালের আয়কর আইনটি চালু রয়েছে। কবে এই আইন ভারতের সাধারণ জনগণের পক্ষে ভালোভাবে বোঝা অত্যন্ত কষ্টদায়ক। যার ফলে অনেক আয়কর দাতা রয়েছেন, যারা পরের বিষয়ে সঠিক তথ্য জেনে উঠতে পারেন না। এর ফলে ২০২৫ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভারতবর্ষের পুরনো আয়কর আইনটি পরিবর্তন করে অত্যন্ত সহজ সরল ভাষায় বর্ণনা করা হবে নাগরিকদের কাছে।
Read More: আধার কার্ড আপডেটের ঝামেলা শেষ! চালু করা হল UIDAI এর নতুন পোর্টাল।
এই পরিবর্তনের ফলে করদাতাদের সুবিধা
১) কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত পরিবর্তনের (New Income Tax Law 2025) মাধ্যমে করদাতাদের এবার থেকে আর অপেক্ষা করতে হবে না পরবর্তী বছরের বাজেট পেশের জন্য। সরকারের পক্ষ থেকে নির্ধারণ করার করেন শতকরা পরিমাণ সরাসরি জানতে পারবেন ভারতবাসী।
২) কর প্রদান এবং করের পরিমাণ নির্ধারণের বিষয়ে যথেষ্ট পরিমাণ স্বচ্ছতা রাখার প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এর ফলে করদাতাদের একাধিক প্রশ্নের সমাধান মিলবে বলেও মনে করা হচ্ছে।
নতুন আয়কর বিল (New Income Tax Law 2025)
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের অন্তর্গত একটি কমিটি তৈরি করা হয়। এই কমিটির মধ্যে আরও বারোটি উপকমিটি তৈরির মাধ্যমে আয় করেন পুরনো বিলটি যথাযথভাবে বিচার বিশ্লেষণ করে একটি নতুন রূপে আয়কর বিল তৈরি করা হয়েছে।
এর ফলে আয়করের বিভিন্ন নিয়ম কানুন অত্যন্ত সহজ হয়ে উঠেছে বলে জানা যাচ্ছে। আয়কর সংক্রান্ত নতুন বিলটি ন্যায়ের চেতনাকে আরো অগ্রসর করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
New Income Tax Law 2025 | Click Here |