NCPI Bank Account Link 2025: ভারতীয় উপভোক্তাদের জন্য দুর্দান্ত সুখবর! এবার থেকে ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করানোর জন্য আর যেতে হবে না ব্যাংকের ব্রাঞ্চে। নিজের বাড়িতে থেকেই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে ব্যাংকের সাথে আধার নম্বরের কেওয়াইসি করিয়ে নিতে পারবেন। ব্যাংকের গ্রাহকদের জন্য এই দুর্দান্ত পরিষেবার শুরু করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
বর্তমানে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এই বিষয়ে বিভিন্ন ব্যাংকের পাস বইয়ের সঙ্গে আধার কার্ডের বায়োমেট্রিক লিংক করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত গ্রাহকদের বিভিন্ন নথিপত্র যাচাই করনের জন্যই এই পদ্ধতি অবলম্বন করছে ব্যাংকগুলি।
তবে এবারে আপনি অনলাইন মাধ্যমে কিভাবে ব্যাংকের পাস বইয়ের সঙ্গে আধার লিঙ্ক করাবেন, সেই পদ্ধতিটি আজকের প্রতিবেদন থেকে বিস্তারিতভাবে জেনে নিন।
Read More: ছাত্রছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখানো হবে! এখনই আবেদন করুন ফ্রী কম্পিউটার কোর্সে।
ব্যাংক পাস বইয়ের NPCI লিংক
বেশ কয়েক মাস আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়েছিল ব্যাংকের পাস বইয়ের সঙ্গে আধার লিঙ্কের কথা। যে সমস্ত ব্যাংকের খাতাগুলির সাথে উপভোক্তার আধার কার্ডের বায়োমেট্রিক লিংক করানো থাকবে না, সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলিকে বাতিল ঘোষণা করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
এতদিন পর্যন্ত সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে উপভোক্তাদের ব্যাংকে গিয়ে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে ব্যাংকের পাস বইয়ের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে হতো। এর জন্য গ্রাহকদের ঘন্টার পর ঘন্টা নিজেদের গুরুত্বপূর্ণ সময় ব্যাংকে কাটাতে হতো।
এই কারণে এখনো পর্যন্ত বহু গ্রাহক ব্যাংকের পাস বইয়ের সঙ্গে NPCI বা আধার লিঙ্ক (NCPI Bank Account Link 2025) করাতে সক্ষম হননি। তবে এবারে দিনের মাত্র পাঁচটা মিনিট সময়ের মধ্যেই বাড়িতে থেকে মোবাইল ফোনের মাধ্যমেই করে নেওয়া যাবে ব্যাংক পাস বইয়ের কেওয়াইসি।
How To Apply NCPI Bank Account Link 2025?
১) ব্যাংক পাস বইয়ের সঙ্গে আধার কার্ডের বায়োমেট্রিক কেওয়াইসি করানোর জন্য উপভোক্তা গ্রাহকদের কাছে আবশ্যিকভাবে ব্যাংকের পাস বই, আধার কার্ড এবং বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।
২) আবেদনের জন্য প্রথমেই NPCI লিংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ইচ্ছুক উপভোক্তাকে।
৩) এরপর সরাসরি Consumer বিকল্পটি বেছে নিয়ে সেখান থেকে আধার সিডিং এর জন্য প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এরপর উপভোক্তার ব্যাংকের নাম বেছে নিয়ে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে আবেদন পত্রটি পূরণ করে নিতে হবে।
৫) সবশেষে মোবাইল নম্বরে আসা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে তখন আর ব্যাংকের পাস বইয়ের সঙ্গে আধারের NPCI লিংক হয়ে যাবে।
NCPI Bank Account Link 2025 | Click Here |