Mahila Samriddhi Yojana 2025: কেন্দ্রীয় সরকার প্রত্যেক মহিলাকে দেবে প্রতিমাসে ২৫০০/- টাকা! এখনই আবেদন করুন এই দুর্দান্ত প্রকল্পে।

By Ipsita Dey

Published On:

Follow Us
Mahila Samriddhi Yojana 2025

Mahila Samriddhi Yojana 2025: দেশের নারীদের কল্যাণ এবং তাদের আর্থিকভাবে সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দ্বারা একাধিক পরিকল্পনা এবং প্রকল্প চালু করা হয়েছে। বর্তমান জীবনে একটি দেশের অগ্রগতির স্তম্ভ হিসেবে সেই দেশের মহিলাদের গণ্য করা হয়।

এই মহিলারাই যদি সার্বিকভাবে পিছিয়ে থাকেন তাহলে একটি দেশের অগ্রগতি প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্তমানে এই উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুর্দান্ত এক প্রকল্প চালু করা হয়েছে, যেখানে প্রতিমাসে মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার দেবে ২৫০০/- টাকা।

পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিমধ্যেই মহিলাদের সুযোগ-সুবিধা প্রদানের জন্য লক্ষ্মীর ভান্ডার নামক একটি দুর্দান্ত প্রকল্প চালু রয়েছে। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুরু করা হলো ‘মহিলা সমৃদ্ধি যোজনা’। এর মাধ্যমে রাজ্যের মহিলাদের কোন কোন সুযোগ সুবিধা প্রদান করা হবে? এখানে কারা আবেদন জানাতে পারবেন? আবেদনের পদ্ধতি কেমন রয়েছে? ইত্যাদি প্রশ্নের উত্তর পেতে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।

Read More: প্রবীণ নাগরিকদের ভবিষ্যতের জন্য আর কোন চিন্তা নেই! LIC-এর এই স্কিমে এখনই বিনিয়োগ করুন।

মহিলা সমৃদ্ধি যোজনা

রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশ সকল নারীদের উত্থানের জন্যই কেন্দ্রীয় সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি ভারতের রাজধানী শহর দিল্লিতে নতুন সরকার গঠন করেছে বিজেপি। নতুন সরকার গঠনের পরেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের নারীদের জন্য দুর্দান্ত এই প্রকল্প চালু করা হয়েছে। যেখানে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তা নারীদের প্রতি মাসে ২৫০০ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

Mahila Samriddhi Yojana 2025 প্রকল্পের উদ্দেশ্য

পশ্চিমবঙ্গ রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে ইতিমধ্যেই বিপুল সংখ্যক নারী নিজেদের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে গিয়েছেন। কি খবর প্রচারিত হওয়ার সাথে সাথেই সমস্ত মানুষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্ব উপলব্ধি করেছেন। এই উদ্দেশ্যেই দিল্লির রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে এই দুর্দান্ত প্রকল্পটি চালু করা হয়েছে।

আবেদনের যোগ্যতা

১) এই প্রকল্পে একমাত্র সেই সমস্ত মহিলারাই আবেদন জানাতে পারবেন যারা ভারতবর্ষের দিল্লির স্থায়ী বাসিন্দা।

২) আবেদনকারী মহিলার পারিবারিক বার্ষিক আয় আবশ্যকভাবে ৩ লক্ষ টাকার কম হতে হবে।

৩) আবেদনকারী কোন সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে কর্মী হিসেবে নিযুক্ত থাকলে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।

৪) আবেদনকারীর বয়স অন্ততপক্ষে ১৮ বছর হতে হবে।

How to Apply For Mahila Samriddhi Yojana 2025?

দেশের রাজধানী শহর দিল্লির নবনির্মিত সরকারের পক্ষ থেকে চালু করা এই দুর্দান্ত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্য মহিলারা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Mahila Samriddhi Yojana 2025

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment