Lakkhir Bhandar New Update 2025: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রমরমা ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশেও। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে চলতি বছরের সর্বশেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হতে চলেছে বলে খবর। তবে এই আবহে রাজ্য সরকারের পাশাপাশি বিরোধী পক্ষের জননেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে এক বিশেষ ঘোষণা করা হলো।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী, সরাসরি জনসম্মুখে জানিয়েছেন যে আগামী বছরের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ করে সরকার গড়তে পারলে বাংলায় নারীদের জন্য
প্রচলিত সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার (Lakkhir Bhandar New Update 2025) প্রকল্পের আর্থিক সহায়তা তিনগুণ বৃদ্ধি করা হবে। বাংলার নারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তাই বিষয় জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন আজকের প্রতিবেদনটি।
Read More: ১২ই ফেব্রুয়ারির বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন ঘোষণা! আবারও বাড়বে ভাতার পরিমান।
পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে চালানো একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মূলত রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে সহায়তা করে রাজ্য সরকার। ২০২১ সালে প্রথমবারের জন্য বাংলার মাটিতে পদার্পণ করেছিল লোকের ভান্ডার প্রকল্প।
প্রকল্পের প্রারম্ভে সাধারণ মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা আর্থিক সহায়তা দিত রাজ্য সরকার।
Lakkhir Bhandar New Update 2025
পরবর্তীকালে ২০২৩ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট সিদ্ধান্ত গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে বর্তমানে সাধারণ মহিলারা প্রতি মাসে ১ হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা পেয়ে থাকেন।
তবে রাজ্য সরকারের সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই বছরের রাজ্য বাজেট এর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা আরো ৫০০ টাকা করে বৃদ্ধি করা হবে। অর্থাৎ আগামী অর্থবছর থেকে সাধারণ মহিলারা এই প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা এবং পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১৭০০ টাকা পাবেন।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরোধী পক্ষের ঘোষণা
বিরোধী পক্ষের দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জয়লাভ করে সরকার করতে পারে, তাহলে বাংলার মাটিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা তিনগুণ করা হবে। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে ৩০০০ টাকা পেতে সক্ষম হবেন রাজ্যের মহিলারা। এর ফলে মহিলাদের আরো কিছুটা উপকার হবে বলেই মনে করা হচ্ছে।
Lakkhir Bhandar New Update 2025 | Click Here |