Kolkata Bus Service 2025: রাতে আর বাসের চিন্তা নেই! বাস পরিষেবায় বড় উদ্যোগ নিল এবার রাজ্য সরকার।

By Ipsita Dey

Published On:

Follow Us
Kolkata Bus Service 2025

Kolkata Bus Service 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের বাসযাত্রীদের জন্য সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় মূলত শহরগুলিতে কর্মরত মানুষেরা রাত্রে বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এর মূল কারণ হলো রাত ন’টা কিংবা সাড়ে নটার পর থেকে শহরের রাস্তায় চলা বাসের সংখ্যা কমে যাওয়া।

রাত যত গভীর হতে থাকে, ততই কমতে থাকে রাজ্যের বাসের পরিষেবা। এই অবস্থায় রাতের শিফটে কাজ করা চাকরিজীবীদের প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয়।

এই সমস্ত সমস্যার কথা জানতে পেরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে গভীর রাত পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে রাজ্যের অফিস যাত্রীদের সুবিধার জন্য নতুন বাস চালু করেছে পরিবহন দপ্তর। কোন রুটে কটার সময় কোন কোন বাস চলবে? তার হিসেব বিস্তারিত জানতে পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

Read More: ৩১শে মার্চের মধ্যে এই নথি জমা না দিলে বন্ধ হবে ভর্তুকি!গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকির বিষয়ে কেন্দ্রের কড়া নির্দেশ।

Kolkata Bus Service 2025

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই রাজ্যের অফিস যাত্রীদের কথা মাথায় রেখে রাতের আঁধারে বাসের পরিষেবা (Kolkata Bus Service 2025) চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্দেশ্য শুরু হয়েছে ‘লেট নাইট বাস পরিষেবা’। হঠাৎ এবার থেকে ঘড়ির কাঁটা রাত নটা কিংবা সাড়ে নটা হলেও চিন্তা থাকবে না অফিস ফেরত ব্যক্তিদের।

কারণ পশ্চিমবঙ্গ রাজ্যের লেট নাইট বাস পরিষেবার কারণে প্রতিদিন রাত পৌনে এগারোটা পর্যন্ত বাস ছাড়া হবে। যার ফলস্বরূপ রাত বারোটা কিংবা তার পরেও গোটা শহর জুড়ে পাবেন বাসের পরিষেবা।

কোন কোন বাস গুলি মাঝরাত পর্যন্ত চালু থাকবে?

পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা যাচ্ছে, এসি৫, এসি ১২ডি, এসি ২৪এ, এসি ৫০এ, এসি ৩৯, এসি ৩৭, এস ১২ডি, এসি ৪৭, এস ১২, এসি ৫৪, এস ১০এ, এস ৩১, এস ২২, ই৩২, ই১, ইবি ১৪, এস ৭, এস ২৪, এস ৩এ, এস ৩০ বাকলের পরিষেবা চলবে মাঝ রাত পর্যন্ত।

তবে এক্ষেত্রে মূলত অফিস যাত্রী মানুষদের সুবিধার জন্যেই এই বাসের পরিষেবা (Kolkata Bus Service 2025) চালু থাকবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। অর্থাৎ শনিবার এবং রবিবার এই সমস্ত লেট নাইট বাসের পরিষেবা পাবেন না যাত্রীরা।

কোন কোন জায়গায় এই বাস চলাচল করবে?

পশ্চিমবঙ্গের কলকাতা শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে চলাচল করবে এই বাসগুলি। তার মধ্যে রয়েছে- এক্সাইড, শ্যামবাজার, ঠাকুরপুকুর, গিরিশ পার্ক, খিদিরপুর, টালিগঞ্জ মেট্রো, ধর্মতলা, উল্টোডাঙ্গা, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, সায়েন্সসিটি এবং পার্ক সার্কাসের মত গুরুত্বপূর্ণ এলাকা গুলি।

Important Links

Kolkata Bus Service 2025

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment