Kisan Credit Card Loan 2025: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই কেন্দ্রীয় বাজেট ঘোষণা হওয়ার সাথে সাথে কৃষকদের মধ্যে শুরু হয়েছে বিস্তর জল্পনা। বরাবরই কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে এসেছে। ভারতবর্ষের ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের অবস্থার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু রয়েছে এই দেশে।
তবে এবার কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে কৃষকদের জন্য বিস্তার সুযোগ-সুবিধা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নতুন বাজেট ভারতীয় কৃষি ক্ষেত্রে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে? এই বিষয়ে কৃষকদের প্রতিক্রিয়া কেমন রয়েছে? সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।
কেন্দ্রীয় বাজেটে কৃষি ক্ষেত্রের উন্নতি
কেন্দ্রীয় সরকারের কৃষি প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো কিষান সম্মান নিধি প্রকল্প এবং কৃষাণ ক্রেডিট কার্ড প্রকল্প। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে এই উভয় প্রকল্প নিয়েই একাধিক ঘোষণা করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে উন্নতি ঘটবে বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।
Read More: বাজেটের পর মধ্যবিত্তদের জন্য এক বিরাট সুখবর আনল RBI, কবে থেকে পাবেন এই সুবিধা জেনে নিন।
কৃষকদের জন্য সুযোগ সুবিধা
১) আগামী অর্থ বর্ষের বাজেট ঘোষণার মাধ্যমে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে বরাদ্দ ঋণ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।
২) কেন্দ্র সরকারের পক্ষ থেকে ধনধান্য প্রকল্পের মাধ্যমে প্রতিটি কৃষক পরিবারের কাছে কেন্দ্রীয় সরকারের সহায়তা পৌঁছে দেওয়া হবে। আগামী অর্থবছরের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে দেশের ১ কোটি ৭০ লক্ষ কৃষকের একাধিক সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়েছে।
৩) দেশের মৎস্য চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যেও বিভিন্ন ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। অর্থনীতির আগামী বছরে মৎস্য চাষ প্রসারের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
৪) এছাড়াও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডাল চাষের দিকে জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মূলত ডালের আমদানি কমিয়ে উৎপাদন বৃদ্ধির দিকে দৃষ্টিপাত করা হয়েছে।
কৃষকদের প্রতিক্রিয়া (Kisan Credit Card Loan 2025)
কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে উত্তরবঙ্গের কৃষকদের দিকে কোনরকম দৃষ্টিপাত করা হয়নি বলে দাবি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত রাজ্যগুলির বেশিরভাগ মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি কাজের সঙ্গে যুক্ত।
অথচ এই সমস্ত কৃষকদের জন্য এই বছরের বাজেটে (Kisan Credit Card Loan 2025) কোনরকম পরিবর্তন আনা হয়নি। এছাড়াও বেশিরভাগ কৃষকের মূল সমস্যাগুলোর সমাধান না ঘটিয়ে প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদানের চেষ্টা করা হচ্ছে। এর জন্য বহু কৃষক প্রকাশ্যে অসন্তোষ ব্যক্ত করেছেন।
Kisan Credit Card Loan 2025 | Click Here |