Jai Bangla Pension Scheme 2025: মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে প্রতিমাসে পাবে ১০০০ টাকা! এখনই অনলাইনে আবেদন করো।

By Ipsita Dey

Published On:

Follow Us
Jai Bangla Pension Scheme 2025

Jai Bangla Pension Scheme 2025: কোনরকম পরিশ্রম ছাড়াই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিমাসে ১০০০ টাকা আর্থিক ভাতা পাবেন পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের একাধিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন ধরনের প্রকল্প চালু রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প গুলি হল- কন্যাশ্রী প্রকল্প, দক্ষিণ ভান্ডার প্রকল্প, মানবিক প্রকল্প ইত্যাদি।

এই সমস্ত বহুল প্রচলিত প্রকল্পগুলি ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এমন এক দুর্দান্ত প্রকল্প শুরু করা হয়েছে যার মাধ্যমে প্রতিমাসে এক হাজার টাকা রোজগার করতে পারবেন রাজ্যবাসী। তবে এখনো পর্যন্ত এই প্রকল্প বিপুল পরিমাণে জনপ্রিয় না হওয়ায় এই প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা যথেষ্ট কম রয়েছে। আপনি যদি রাজ্য সরকারের এই দুর্দান্ত প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

প্রকল্পের নাম

জয় বাংলা প্রকল্প

Jai Bangla Pension Scheme 2025 উদ্দেশ্য

পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই দুর্দান্ত প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ৬০ বছরের উর্ধ্বে বয়সী নাগরিকদের প্রতি মাসে পেনশনের সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। তবে এটি বার্ধক্য ভাতা নয়। আপনি যদি এই প্রকল্পে আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদনের যোগ্যতা গুলি জেনে নিন।

আরও পড়ুন: কৃষকদের জন্য দারুন সুখবর! কৃষি যন্ত্রপাতি কিনতে ৭০% ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এইভাবে আবেদন করুন।

আবেদনের যোগ্যতা

১) আবেদনকারীকে আবশ্যকভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) এই প্রকল্পে (Jai Bangla Pension Scheme 2025) শুধুমাত্র দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছেন এমন পরিবারগুলির মানুষেরা আবেদন জানাতে পারবেন।

৩) এখানে ৬০ বছরের উর্ধ্বে বয়সী রাজ্যবাসী উল্লেখিত যোগ্যতা থাকলেই আবেদন জানানোর যোগ্য।

সুযোগ-সুবিধা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চলতি বছরের বাজেটে বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা করেছিলেন অনেকেই। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম ঘোষণা হয়নি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বেই এই সমস্ত প্রকল্পগুলির আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। বাংলার জয় বাংলা প্রকল্পের মাধ্যমে বর্তমানে ৬০ বছরের ঊর্ধ্বে বয়সী মানুষের ১০০০ টাকা করে মাসিক ভাতা প্রদান করা হয়।

আবেদন পদ্ধতি

উল্লেখিত প্রকল্পে আবেদন জানানোর জন্য ইচ্ছুক আবেদনকারীকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও প্রয়োজনে প্রকল্পের অনলাইন ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারেন ইচ্ছুক আবেদনকারী।

Important Links

Jai Bangla Pension Scheme 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment