মেয়ের বিয়েতে ১ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার। বাড়িতে কন্যার সন্তানের জন্ম হলে তার লেখাপড়া চালানোর পাশাপাশি জন্মানোর পরের মুহূর্ত থেকেই সেই কন্যার বিয়ে কিভাবে দেবেন এই চিন্তায় দিন কাটান ভারতবর্ষের বহু পরিবার। আসলে কন্যা সন্তানের বিবাহ বিষয়টা ভারতবর্ষের সমাজে একটি দায়ভার বলে মনে করা হয়। তাই দরিদ্র কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলিতে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে প্রথম দিন থেকেই বাবা-মায়ের মনে প্রসারিত হতে থাকে চিন্তার বীজ।
তবে এবার এই সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্দান্ত একটি প্রকল্প নিয়ে আসা হলো। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র পরিবারের কন্যা সন্তানের বিবাহের জন্য ১ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের ঘোষণায় ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে গোটা রাজ্যে। আপনিও যদি এই দুর্দান্ত প্রকল্পের সুবিধা গুলি লাভ করতে চান তাহলে অবশ্যই এই প্রকল্পের সমস্ত বিবরণ আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
Read More: তৃতীয় সন্তান হলেই পাওয়া যাবে নগদ ৫০ হাজার টাকা! বড় উদ্যোগ রাজ্যের।
বিবাহের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার রাজ্য সরকারের
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকার সেই রাজ্যে অবস্থিত মহিলাদের সুরক্ষা এবং স্বনির্ভরতার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প চালু রেখেছেন। তবে সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের কন্যা সন্তানের বিবাহের উদ্দেশ্যে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। মূলত কন্যার বিবাহ এবং বিবাহ পরবর্তী সময়ের সুস্থতা এবং ক্ষমতায়ন নিষেধ করতেই এই দুর্দান্ত প্রকল্প চালু করল রাজ্য সরকার।
প্রকল্পের নাম
মুখ্যমন্ত্রী সমুহিক ভিওয়া যোজনা
এই প্রকল্পে আবেদনের যোগ্যতা
১) বর্তমানে যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুর্দান্ত প্রকল্পটি ঘোষণা করা হয়েছে, আবেদনকারী কন্যাকে আবশ্যকভাবে সেই নির্দিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) এই প্রকল্পের মাধ্যমে একমাত্র বিবাহ যজ্ঞা কন্যাকেই তার বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। তাই আবশ্যকভাবে কন্যার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
৩) এখানে কোনভাবেই সরকারের কর্মচারীরা তার পরিবারের কন্যার জন্য আবেদন জানাতে পারবেন না।
৪) এই প্রকল্পে শুধুমাত্র দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী পরিবারের কন্যা সন্তান নিজে তার জন্য আবেদন জানাতে পারবেন।
প্রকল্পে আবেদনের পদ্ধতি
দুর্দান্ত এই প্রকল্পের ঘোষণা ভারতবর্ষের অঙ্গরাজ্য উত্তর প্রদেশ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তাই এই প্রকল্প আবেদন সাজানোর জন্য ওই রাজ্যের উল্লেখিত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে উপভোক্তাদের।