Free Computer Course Yojana 2025: ছাত্রছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখানো হবে! এখনই আবেদন করুন ফ্রী কম্পিউটার কোর্সে।

By Ipsita Dey

Updated On:

Follow Us
Free Computer Course Yojana 2025

Free Computer Course Yojana 2025: বর্তমানে ছাত্রছাত্রীদের জীবনের অগ্রগতির পথে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ছাত্র ছাত্রীর পড়াশোনার শেষে চাকরি পাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময়েই কম্পিউটার জানার প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে একটি ভালো চাকরি পাওয়ার জন্য তো কম্পিউটার জানা বাধ্যতামূলক।

এই কারণে সম্প্রতি ভারতবর্ষের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার কোর্সের প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার।

Free Computer Course Yojana 2025

বর্তমানে যে হারে বেকারত্ব ছড়িয়ে পড়েছে, সেখানে ছাত্র-ছাত্রীদের কর্মজীবনে প্রবেশের পূর্বে অতিরিক্ত কিছু যোগ্যতা না থাকলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্পের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার কোর্স প্রকল্প শুরু করা হচ্ছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা কিংবা অভিভাবকেরা এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন আজকের প্রতিবেদনটি।

বিনামূল্যে কম্পিউটার কোর্সের প্রয়োজনীয়তা

১) কম্পিউটার জানা থাকলে বর্তমান সময়ে অতি শীঘ্র চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়।

২) কম্পিউটারের মাধ্যমে একাধিক লেখাপড়া এবং অতিরিক্ত দক্ষতা অর্জন করা সম্ভব হয়।

৩) বেশিরভাগ সরকারি কিংবা বেসরকারি দপ্তরে কর্মী নিয়োগের সময় কম্পিউটারের যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে।

আরও পড়ুন: ১লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে পেনশন ব্যবস্থা! নতুন সিস্টেমে পেনশন হবে দ্বিগুণ।

রাজ্য সরকারের কম্পিউটার কোর্স

সাধারণত দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের পক্ষে অধিক খরচ করে একটি কম্পিউটারের শিক্ষা অর্জন করা সম্ভব হয়ে ওঠেনা। এই কারণে এই সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার শিখে নিজের জীবন পথে অগ্রসর হওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই কম্পিউটার কোর্স শুরু করেছে রাজ্য সরকার।

প্রকল্পের আবেদনের যোগ্যতা

১) বিনামূল্যে কম্পিউটার কোর্স প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী ব্যক্তিকে আবশ্যকভাবে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।

২) এই প্রকল্পে একবার নাম নথিভুক্ত করলে পরবর্তী সময়ে কোর্স চলাকালীন মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না।

৩) আবেদনের পূর্বে অবশ্যই ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটার কোর্স প্রকল্পে নিজেদের নাম নথিভূক্ত করে রাখতে হবে।

৪) আবেদনকারীর ব্যক্তিকে আবশ্যিকভাবে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  1. আবেদনকারীর আধার কার্ড
  2. ঠিকানার প্রমাণপত্র
  3. বয়সের প্রমাণপত্র
  4. জাতিগত প্রমাণপত্র
  5. শিক্ষাগত যোগ্যতার বিবরণ ইত্যাদি

আবেদন পদ্ধতি

Free Computer Course Yojana 2025 এই প্রকল্পটি উত্তরপ্রদেশ রাজ্য সরকারের পিছিয়ে পড়া বর্গের কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সূচনা করা হয়েছে। তাই ওই রাজ্যের ছাত্র-ছাত্রীরা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে নিতে পারবেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Free Computer Course Yojana 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment