Banglar Bari Prokolpo 2025: নতুন বাজেটে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার! কারা পাবেন এখনই জেনে নিন।

By Ipsita Dey

Published On:

Follow Us
Banglar Bari Prokolpo 2025

Banglar Bari Prokolpo 2025: বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে দুর্দান্ত খবর দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারগুলির মাথার উপর পাকা ছাদ তৈরি করার জন্য উদ্যোগী হয়েছেন।

মূলত ২০১৫-১৬ সাল থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারগুলির মাথার উপরে পাকা ছাদ তৈরি হওয়া সম্ভব হচ্ছিল। তবে সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়।

এই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ‘বাংলার বাড়ি’ প্রকল্প শুরু করা হয়। সম্প্রতি রাজ্য সরকারের দ্বারা প্রকাশিত বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের উল্লেখ রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৬০ লক্ষ জনগণকে মাথার উপরের ছাদ তৈরি করে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে জানানো নির্দেশ সম্পর্কে জেনে নিতে এখনই পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।

Banglar Bari Prokolpo 2025

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই জানাচ্ছিলেন যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকল্পের উপযুক্ত টাকা পাঠানো হচ্ছে না। এর ফলে ভুক্তভোগী হচ্ছেন বাংলার জনগণ। তবে হাজার আবেদনের পরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা পাঠানো হয়নি। এই কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে।

Read More: বদলে ফেলা হচ্ছে পুরনো আয়কর আইন! নতুন আইনে কি কি সুবিধা পাবেন জেনে নিন।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে প্রকাশিত রাজ্যের অর্থনৈতিক বাজেট এর মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের জন্য ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে একটি বাড়ি বানানোর ৪০ শতাংশ খরচ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে। যেখানে মোট দুটি কিস্তিতে ৬০,০০০ টাকা করে অর্থাৎ মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে রাজ্য সরকার।

বাজেটে কী কী উল্লেখ করা হয়েছে?

রাজ্য সরকার দ্বারা প্রকাশিত বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের (Banglar Bari Prokolpo 2025) উল্লেখ রয়েছে। এই বছর ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত উপভোক্তা পরিবারকে বাড়ি তৈরির জন্য পর্যাপ্ত অর্থ প্রদান করবে রাজ্য সরকার। এর পাশাপাশি পরবর্তী বছরে আরো যে সমস্ত উপভোক্তা আবেদন জানাবেন, তাদের বিষয়টিও বিবেচনা করে দেখবে রাজ্য সরকার।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের উদ্দেশ্যে মোট ৭২০০ কোটি টাকা পাঠানো হয়েছে। যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা ২০২৫ সালের জুন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।

Banglar Bari Prokolpo 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment