Aadhaar Good Governance Portal 2025: আধার কার্ডের ডিজিটাল পরিষেবাকে উন্নত করার জন্য ভারতের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বা MEITY এর পক্ষ থেকে আধার কার্ডের জন্য নতুন একটি পোর্টাল নিয়ে আসা হচ্ছে। বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ডের যথেষ্ট পরিমাণে প্রয়োজন হয়ে থাকে। তবে এই আধার কার্ডের মাধ্যমে একাধিক প্রতারণার সম্মুখীন হতে হয়েছে ভারতবাসীকে।
এই কারণেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আধার কার্ডের বিভিন্ন ব্যবহারকে আরো বেশি সুরক্ষিত করার উদ্দেশ্যে এই নতুন পোর্টাল (Aadhaar Good Governance Portal 2025) চালু করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এই নতুন পোর্টাল সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি।
পোর্টালের নাম
Aadhaar Good Governance Portal
Read More: পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! মাসে ৭ হাজার দিয়ে পেয়ে যাবেন ৮ লাখ টাকা।
নতুন পোর্টাল তৈরি করার উদ্দেশ্য
বর্তমানে ভারতবর্ষের বিপুল পরিমাণ নাগরিক আধার কার্ডের ওপর আস্থা রেখে বিভিন্ন বিষয়ের জন্য আধার অথেন্টিকেশন করিয়ে থাকেন। এর ফলে একজন মানুষের যাবতীয় তথ্য একটি ক্লিকের মাধ্যমে জেনে নিতে পারেন বিভিন্ন বেসরকারি এবং সরকারী সংস্থা।
তবে আধার কার্ডের পরিকাঠামো গত একাধিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা থাকলেও কেন্দ্রীয় সরকারের এই আদার অথেন্টিকেশনের সময় বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে গ্রাহকদের। এই ধরনের সমস্যাগুলির সমাধান এবং আঁধার ব্যবহারকারীদের অধিক পরিমাণে সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যেই Aadhaar Good Governance Portal 2025 চালু করছেন ভারতবর্ষের ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক।
সুযোগ সুবিধা (Aadhaar Good Governance Portal 2025)
১) আধার অথেন্টিকেশন এর অনুমোদন প্রক্রিয়া সহজতর হবে।
২) গ্রাহকদের জন্য আধার অথেন্টিকেশনের সমস্ত নির্দেশনা সহজ ভাষায় উল্লেখ করা থাকবে এই পোর্টালে।
৩) এই নতুন পোর্টালের মাধ্যমে আধার কার্ডের উপভোক্তাদের অধিক পরিমাণে সুরক্ষা প্রদান করা হবে।
৪) বেসরকারি যে কোন সংস্থায় আদাল অথেন্টিকেশন করার ক্ষেত্রে ফেস অথেন্টিকেশন পরিষেবা যুক্ত করা হবে।
৫) কোন জায়গায় অত্যন্ত সুরক্ষিতভাবে নিজেদের আধার কার্ড এবং তার তথ্য সহজ পদ্ধতির মাধ্যমে লেনদেন করতে পারবেন।
৬) আধার কার্ডের এই দুর্দান্ত পরিষেবার মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান, হোটেল, শিক্ষা প্রতিষ্ঠানের মত বিভিন্ন বেসরকারি সংস্থায় সহজেই আদাল অথেন্টিকেশন করাতে পারবেন উপভোক্তারা। যার ফলে এই সমস্ত পরিষেবা গুলির মান আরো উন্নত হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
UIDAI এর পক্ষ থেকে আধার কার্ডের ডিজিটাল পরিষেবা আরো উন্নত করার জন্য এই পদক্ষেপকে যথেষ্ট পরিমাণে সম্মান জানানো হয়েছে। এর ফলে ভারতের ডিজিটাল অর্থনীতি আরো অধিক পরিমাণে উন্নত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Important Links
Aadhaar Good Governance Portal 2025 | Click Here |