Budget Update 2025: নতুন বাজেট অনুযায়ী কাকে কত টাকা কর দিতে হবে? দেখে নিন সম্পূর্ণ তালিকা।: ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটটি সরকারি, বেসরকারি কর্মচারী এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে প্রতিবছরের মতোই ঘোষণা করা হয়েছে ইউনিয়ন বাজেট।
যেখানে মূলত আগামী বছরের জন্য কোন খাতে সরকার কত টাকা বিনিয়োগ করবেন তার একটি খসড়া তৈরি করে সকলের সামনে জানানো হয়। এর ফলে মূলত দেশ কতটা উন্নয়নের দিকে এগিয়েছে সেই বিষয়ে ধারণা করা যায়।
চলতি বছরের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Budget Update 2025) পক্ষ থেকে করদাতাদের আয়ের পরিপ্রেক্ষিতে ভারত সরকারকে কত টাকা কর দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।
গতবছরের তুলনায় এই বছরের কর প্রদানের কাঠামো দেখে অত্যন্ত খুশি হয়েছেন আমজনতা। নতুন কর প্রদানের কাঠামো অনুযায়ী আপনাকে আগামী আর্থিক বছর থেকে কত টাকা কর দিতে হবে তা জানতে চান, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের প্রতিবেদনটি পড়ে নেবেন।
Read More: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান! সরকার দিচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
কেন্দ্রীয় বাজেটে করের পরিবর্তন (Budget Update 2025)
১) কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট বিনিয়োগ, হোম লোন কিংবা বীমার ক্ষেত্রে করের উপর ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
২) আগামী অর্থবছর থেকে নতুন কর কাঠামোর অন্তর্গত চাকুরীজীবীদের সর্বোচ্চ ১২ লক্ষ টাকা পর্যন্ত মাসিক আয় এর উপর সম্পূর্ণরূপে ছাড় থাকবে আয়করের। যে সমস্ত ব্যক্তিরা ভারতবর্ষে মাসিক ১৩ লক্ষ টাকার উপর রোজগার করেন তাদেরকেই একমাত্র নির্দেশন শতাংশ হারে আয়ের উপর কর প্রদান করতে হবে।
কত টাকা আয় করলে কত আয়কর দিতে হবে?
মাসিক আয় | কত টাকা কর দিতে হবে |
১৩ লাখ টাকা | ৭৫,০০০/- |
১৪ লাখ টাকা | ৯০,০০০/- |
১৫ লাখ টাকা | ১,০৫,০০০/- |
১৮ লাখ টাকা | ১,৬০,০০০/- |
২০ লাখ টাকা | ২,০০,০০০/- |
২১ লাখ টাকা | ২,২৫,০০০/- |
২৫ লাখ টাকা | ৩,৩০,০০০/- |
এভাবেই প্রতিমাসে যত বেশি রোজগার তার উপরে নির্দিষ্ট শতাংশ (Budget Update 2025) আয়কর দিতে হবে সরকারকে। এক্ষেত্রে আপনি আপনার রোজগারের উপর কত শতাংশ আয়কর দেবেন, তা হিসেব করার জন্য বিভিন্ন ট্যাক্স ক্যালকুলেটরের সহায়তা নিতে পারেন।
Budget Update 2025 | Click Here |