PM SVANidhi Yojana 2025: স্বনিধি যোজনায় মোদীর নতুন ঘোষণা! প্রত্যেকে পাবে ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড।

By Ipsita Dey

Published On:

Follow Us
PM SVANidhi Yojana 2025

PM SVANidhi Yojana 2025: বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ভারতবর্ষের যুবক যুবতীদের আগ্রহ বিকশিত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুর্দান্ত এক প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে নতুন ব্যবসার সঙ্গে যুক্ত যুবক-যুবতীরা তিরিশ হাজার টাকা পাবেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এর পাশাপাশি যে সমস্ত ব্যক্তিরা ক্ষুদ্র ছোট অথবা মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও এই সুযোগ দিচ্ছে ভারত সরকার।

আপনি যদি নিজের ব্যবসাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত প্রকল্পটির কথা জানতে চান, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি পড়বেন। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা প্রকল্পের নাম, বিশেষত্ব, সুযোগ সুবিধা, আবেদনের যোগ্যতা এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি।

প্রকল্পের নাম

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা বা PM SVANidhi।

প্রকল্পের উদ্দেশ্য

কোভিড-১৯ লকডাউনের সময়কালে দেশের নাগরিকদের বিশেষত ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এই সময় সেই সমস্ত ব্যবসায়ীদের অর্থনৈতিক দিক সুরক্ষিত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই PM SVANidhi Yojana 2025 চালু করা হয়। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট অধিবেশনে এই দুর্দান্ত প্রকল্প নিয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Read More: লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করল সরকার! নতুন নিয়ম চালু করল মোদী।

প্রকল্পের সুযোগ সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে সাধারণত দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মূলধন যোগানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বল্প সুদের বিনিময় ঋণ দেওয়া হয়। তবে বর্তমানে কেন্দ্রীয় বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের আওতায় ৩০ হাজার টাকার ক্রেডিট কার্ড প্রদান করবেন বলে ঘোষণা করেছেন। এক্ষেত্রে মোট তিনটি ধাপে ঋণ গ্রহণ করতে পারবেন উপভোক্তারা-

১) ইচ্ছুক উপভোক্তা প্রাথমিকভাবে ১২ মাসের জন্য সর্বাধিক ১০,০০০/- টাকা ঋণ গ্রহণ করতে পারবেন।

২) সঠিক সময়সীমার মধ্যে পূর্ব ঋণ শোধ হয়ে গেলে ১৮ মাসের জন্য সর্বাধিক ২০,০০০/- টাকা ঋণ গ্রহণ করতে পারবেন।

৩) এই দিনের মোট টাকা সঠিক সময়ের মধ্যে পরিশোধ করে দিলে সর্বোচ্চ ৩০,০০০/- টাকার ঋণ পাবেন ৩৬ মাসের জন্য।

৪) যে সমস্ত ব্যক্তিরা সঠিক সময়ের মধ্যে এই ঋণ পরিশোধ করবেন সরকারের পক্ষ থেকে তাদের কাছে ক্যাশব্যাক প্রদান করা হবে।

How To Apply For PM SVANidhi Yojana 2025?

pmsvanidhi.mohua.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সম্পূর্ণ অনলাইন মাধ্যমে প্রকল্পে আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্রগুলিও সঠিক পদ্ধতি অবলম্বন করে আপলোড করে দিতে হবে।

PM SVANidhi Yojana 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment