PM Kisan Yojana 2025: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধী নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত এই প্রকল্পের ১৯ তম কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে এই নিয়ে চলছিল বিপুল পরিমাণে জল্পনা কল্পনা। তবে এবারের এই সমস্ত অনুমানের অবসান ঘটিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া হল পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ঢোকার তারিখ।
আপনিও যদি প্রধানমন্ত্রী কৃষন সম্মান নিধি সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন এবং এই প্রকল্পে আবেদন জানানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি থেকে সমস্ত তথ্য বিশদে জেনে নেবেন। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ১৯ তম কিস্তির টাকা কত দিনের মধ্যে উপভোক্ত তারা পাবেন, সেই বিষয়েও সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।
PM Kisan Yojana 2025
কৃষকদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে শুরু করা হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য এবং অন্যান্য কৃষি সম্পর্কিত আর্থিক সহায়তার টাকা কৃষকেরা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমেই।
Read More: কেন্দ্রের নতুন প্রকল্পে রাজ্যের প্রত্যেক মহিলারা পাবেন ২৫ হাজার টাকা! এখনই অনলাইনে আবেদন করুন।
প্রকল্পের সুযোগ সুবিধা
PM Kisan Yojana 2025 প্রকল্প শুরু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিবছরে দেশের কৃষকদের ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। মূলত গোটা বছরে মোট তিনটি কিস্তির মাধ্যমে এই প্রকল্পের সম্পূর্ণ টাকা পেয়ে থাকেন দেশের কৃষকেরা।
আবেদনের যোগ্যতা
১) এই প্রকল্পের শুধুমাত্র ভারতবর্ষের স্থায়ী কৃষকেরা আবেদন জানাতে পারবেন।
২) কৃষকের নিজের নামে চাষযোগ্য জমি থাকা অত্যন্ত প্রয়োজনীয়।
৩) এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে সাধারণত দেশের ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার।
প্রকল্প সম্পর্কে কেন্দ্রীয় সরকারের ঘোষণা
সম্প্রতি প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে এই প্রকল্পের ১৯ তম কিস্তি। ওই দিনের পর থেকে কৃষকদের নিয়মিতভাবে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখে নিতে হবে টাকা ঢুকেছে কিনা।
প্রসঙ্গত, উপভোক্তা কৃষকদের ব্যাংক একাউন্টে এই প্রকল্পের টাকা ক্রেডিট না হলে বৈধ সকল উপভোক্তা পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।
PM Kisan Yojana 2025 | Click Here |
Apply Online | Apply Now |