Aadhar Card Categories 2025: নতুন বছরে আধার কার্ডের নতুন সংস্করণ! কত ধরনের আধার কার্ড ইস্যু করল UIDAI?

By Ipsita Dey

Published On:

Follow Us
Aadhar Card Categories 2025

Aadhar Card Categories 2025: ভারতবর্ষের নাগরিকদের পরিচয় পত্র হিসেবে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড। এই আধার কার্ডের ইউনিক ভেরিফিকেশন নম্বর এর মাধ্যমে একজন ভারতীয় নাগরিকের যাবতীয় তথ্য সরকারের কাছে গচ্ছিত থাকে।

নাগরিকদের পরিচয়পত্র প্রমাণিকরণের ক্ষেত্রে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি সরাসরি আধার কার্ডের ইউনিক ভেরিফিকেশন নম্বর এর মাধ্যমে সেই ব্যক্তির যাবতীয় তথ্য যাচাই করতে সক্ষম হন।

তবে আপনি কি জানেন, ভারতবর্ষে মোট কত ধরনের (Aadhar Card Categories 2025) আধার কার্ড তৈরি করা হয়? সাধারণত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI এর পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড তৈরি করা হয়। তবে বর্তমানে সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত কোন আধার কার্ডের মাধ্যমে কোন পরিষেবা পাবেন, তা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে এই প্রতিবেদন।

আধার কার্ড

বর্তমানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলের কাছেই গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসাবে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তবে বর্তমানে মোট চার ধরনের আধার কার্ড ইস্যু করে থাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া বা এক কথায় UIDAI।

Read More: আর টাকা তুলতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে! নতুন বছরে RBI-র কড়া পদক্ষেপ।

ই-আধার কার্ড

যেকোনো ভারতীয় নাগরিকের আধার কার্ডের ডিজিটাল সংস্করণ হল ই-আধার কার্ড। ভারতবর্ষের নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে তৎক্ষণাৎ আধার কার্ডের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য সম্পূর্ণ অনলাইন মাধ্যমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই আধার কার্ড ডাউনলোড করে নেওয়া যায়। তবে নাগরিকদের সুরক্ষার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা সংরক্ষিত রয়েছে এই আধার কার্ডটি।

আধার লেটার (Aadhar Card Categories 2025)

একটি কাগজের আধার কার্ডের মধ্যে আধার নম্বর এবং যাবতীয় ডিটেলস সহ লেমিনেটেড পত্রকেই আধার লেটার বলা হয়। সাধারণত ভারতীয় পোস্ট অফিসের মাধ্যমে ভারতীয় নাগরিকদের ঠিকানায় এই আধার কার্ড পাঠানো হয়।

এম আধার কার্ড

এম আধার বা মাই আধার কার্ডের মাধ্যমে ভারতীয় নাগরিকের আধার কার্ডের ইউনিক ভেরিফিকেশন নম্বর এর অভ্যন্তরে সংরক্ষিত সমস্ত তথ্য একত্রিত করে স্মার্টফোনে স্টোর করে রাখা যায়। অত্যন্ত দ্রুত পরিবারে আধার যাচাই করনের ক্ষেত্রে এম আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আধার পিভিসি কার্ড

অত্যন্ত উন্নত মানের এই আধার কার্ড UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করার সুযোগ রয়েছে ভারতবাসীর কাছে। এই আধার কার্ড যথেষ্ট পরিমাণে ভারতের নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তার উপর ভিত্তি করে তৈরি করা হয়। মাত্র ৫০ টাকা দিয়ে এই আধার কার্ডের জন্য আবেদন জানানো যায়।

Aadhar Card Categories 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment