Swasthya Sathi Card 2025: তবে কি বন্ধ হতে চলেছে স্বাস্থ্য সাথী প্রকল্প? মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা।

By Ipsita Dey

Published On:

Follow Us
Swasthya Sathi Card 2025

Swasthya Sathi Card 2025: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের মানুষজন রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার মেডিক্লেম পেয়ে থাকেন। হাসপাতালে ভর্তি, অপারেশন, চিকিৎসা সহ একাধিক মেডিকেল কাজের জন্য এক টাকাও খরচ করতে হয় না উপভোক্তাদের।

তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে মামলা দায়ের করা হয়েছে কলকাতা উচ্চ আদালতে। তাহলে কি স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে? এবার থেকে কি রাজ্যের সাধারণ মানুষেরা আর ব্যবহার করতে পারবেন না স্বাস্থ্য সাথী কার্ড? হাইকোর্টের পক্ষ থেকে কি জানানো হলো? এই সমস্ত প্রয়োজনীয় প্রশ্নের উত্তর বিশদে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

স্বাস্থ্য সাথী কার্ড

পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ এবং দরিদ্র মানুষদের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অনুকরণে স্বাস্থ্য সাথী কার্ড প্রকল্প শুরু করা হয় পশ্চিমবঙ্গ রাজ্যে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্লেমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

Swasthya Sathi Card 2025 প্রকল্পের উদ্দেশ্য

মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের বসবাসকারী সমস্ত দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা এবং তাদের পরিবার যাতে ভালো মানের চিকিৎসা লাভ করতে পারেন সেই উদ্দেশ্যেই এই দুর্দান্ত প্রকল্প চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যে।

Read More: বিক্রি হতে চলেছে তিনটি বীমা কোম্পানি! কি করবেন গ্রাহকরা?

স্বাস্থ্য সাথী নিয়ে বিতর্ক

জনকল্যাণমূলক উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প (Swasthya Sathi Card 2025) শুরু করা হলো পরবর্তীকালে স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এক্ষেত্রে জানা যাচ্ছে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল গুলি স্বাস্থ্য সাথী কার্ড এর অপব্যবহার করছেন এবং অধিক টাকা চাওয়া হচ্ছে উপভোক্তাদের কাছ থেকে।

এই বিষয়ে ডাঃ কুণাল সাহা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কলকাতা উচ্চ আদালতে। তার দাবি অনুসারে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুধুমাত্র ভোটব্যাংকের কারণেই এই প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের কোন সঠিক ভিত্তি নেই বলেও দাবি করেছেন ডাক্তার।

কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত

কলকাতা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনকল্যাণের জন্যেই এই প্রকল্পটি চালু করেছিল। যদিও এই প্রকল্পের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ অর্ধ না পাওয়ার বিষয়টির দিকেও আঙুল তুলেছেন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে দৃষ্টিপাত করে প্রকল্পকে সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করার প্রচেষ্টা চলছে। তবে অদর্ভ ভবিষ্যতে এই প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন না উপভোক্তারা।

Swasthya Sathi Card 2025Click Here

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Related Posts

Leave a Comment