Insurance Company Sell Out 2025: বিক্রি হতে চলেছে তিনটি বীমা কোম্পানি! কি করবেন গ্রাহকরা?

By Ipsita Dey

Published On:

Follow Us
Insurance Company Sell Out 2025

Insurance Company Sell Out 2025: বিক্রি হতে চলেছে তিনটি বীমা কোম্পানি! কি করবেন গ্রাহকরা?কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বীমা কোম্পানি বিক্রি করার সিদ্ধান্ত গৃহীত হতে চলেছে। ভারতবর্ষের নাগরিকদের জন্য এটা একটি নতুন চিন্তার বিষয়। কেন্দ্রীয় সরকার একাধিক সংস্থার সাথে জোট বদ্ধ ভাবে ভারতের নাগরিকদের বীমা পরিষেবা প্রদান করে থাকে। এবার এর মধ্যে অন্যতম তিনটি বীমা কোম্পানি বিক্রয়ের সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

গ্রাহকদের জন্য জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই তিনটি বীমা কোম্পানি (Insurance Company Sell Out 2025) বিক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হলেও, কেন্দ্র সরকারের পক্ষ থেকে ব্যাংকের মতো বীমা কোম্পানিগুলিকে জোটবদ্ধ না করে বিক্রয়কেই প্রাধান্যতা দিতে পারে কেন্দ্রীয় সরকার। এমন সিদ্ধান্তের কারণ কী? কোন কোন কোম্পানিগুলি বিক্রয় করা হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

কোন কোন কোম্পানিগুলি বিক্রয় করা হতে পারে?

এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, রাষ্ট্রায়ত্ত মোট তিনটি বীমা কোম্পানি বিক্রয়ের সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ইন্সুরেন্স, ওরিয়েন্টাল ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স। উল্লেখিত এই তিনটি কোম্পানি ছাড়াও নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স নামে আরও একটি বীমা কোম্পানি রয়েছে, যদিও এর আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল। এই কারণে এই কোম্পানি বিক্রয় করা হবে কিনা সেই বিষয়ে নিশ্চিত নয় সরকার।

Read More: বাজেটের পর মধ্যবিত্তদের জন্য এক বিরাট সুখবর আনল RBI, কবে থেকে পাবেন এই সুবিধা জেনে নিন।

বীমা কোম্পানি বিক্রয়ের উদ্দেশ্য কী?

আসলে উপরে উল্লেখিত (Insurance Company Sell Out 2025) বীমা কোম্পানিগুলি বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এই কোম্পানি গুলির সচ্ছলতা একেবারেই কম। এ কারণেই মূলত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গৃহীত হতে চলেছে।

ভারতবর্ষের চারটি রাষ্ট্রায়ত্ত কোম্পানির মধ্যে ন্যাশনাল ইন্সুরেন্স, ওরিয়েন্টাল ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিগুলির সচ্ছলতা অনুপাত বা সলভেন্সি রেশিও একেবারেই কম রয়েছে। যেখানে আর্থিকভাবে শক্তিশালী কোম্পানীগুলির স্বচ্ছলতা অন্ততপক্ষে এক দশমিক পাঁচের উপরে হতে হবে, সেখানে উল্লেখিত তিনটি কোম্পানির স্বচ্ছলতা অনুপাত ১ এরও কম।

Insurance Company Sell Out 2025

তবে এখনো পর্যন্ত কোন কোম্পানিটি সবার আগে বিক্রয় করা হবে এই বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করেনি কেন্দ্র সরকার। একটি কোম্পানি বিক্রয়ের পর মানুষের প্রতিক্রিয়া বিচার করে তবেই পরবর্তী বীমা কোম্পানিগুলি বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত সরকারি বীমা কোম্পানিগুলো বিক্রয়ের মাধ্যমে এগুলির আর্থিক উন্নতি ঘটানোর চেষ্টা করছে সরকার। সরকারের আওতায় থাকাকালীন এই কোম্পানিগুলি লাভ না করলে শেষ পর্যন্ত বিক্রয়ের সিদ্ধান্তই গ্রহণ করা হবে।

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment