বাজেট তুলনায় অতিরিক্ত ২১ হাজার টাকা খরচ রাজ্যের, কোন খাতে এই বিপুল অর্থ ব্যয়?

By Ipsita Dey

Published On:

Follow Us
বাজেট

২০২৫ সাল কাটলেই ২০২৬ সালে পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিগত বছরের খরচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রকাশিত তথ্য অনুসারে জানা যাচ্ছে বিগত বছরের তুলনায় এই বছরে বাজেট তুলনায় অতিরিক্ত ২১ হাজার টাকা খরচ রাজ্যের।

এত বেশি অতিরিক্ত খরচ কোন খাতে করা হলো? বিগত বছরের তুলনায় এই বছরের খরচের পরিমাণ বাড়ার কারণ কী? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গুলি জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

Read More: তৃতীয় সন্তান হলেই পাওয়া যাবে নগদ ৫০ হাজার টাকা! বড় উদ্যোগ রাজ্যের।

বাজেট তুলনায় অতিরিক্ত ২১ হাজার টাকা খরচ রাজ্যের

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার মানুষদের জন্য বরাবরই যথেষ্ট পরিমাণে চিন্তাশীল। তবে মানুষের জন্য চালানো একাধিক প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করলেও এই রাজ্য সরকারের আধিকারিকদের বিভিন্ন দুর্নীতির খবর একাধিক সময়ে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি রাজ্য বাজেটে বাজেটের উপর অতিরিক্ত ২১ হাজার টাকা খরচ রাজ্যের।

সরকারি নিয়ম অনুসারে রাজ্য সরকারের পক্ষ থেকে বাজেটে নির্ধারিত অর্থের তুলনায় অধিক অর্থ খরচ হলে সেই খরচের বিস্তারিত বিবরণ এবং হিসেব রাজ্য সরকারের কাছে পেশ করতে হয়। এই উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৪-২৫ অর্থবর্ষের ২০,৯৩৩ কোটি টাকা খরচের হিসাব ফ্রেশ করেছেন বিধানসভার সামনে। এই হিসাব প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে বিরোধী পক্ষের তরফ থেকে।

রাজ্য সরকারের বিভিন্ন খাতে খরচের হিসাব

পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্যের দ্বারা প্রকাশিত খরচের হিসাব অনুসারে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যপালের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কারণেই এত অধিক পরিমাণে খরচ বহন করতে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে।

এরমধ্যে রয়েছে-

  1. সামাজিক প্রকল্প বাবদ ৮৫৯৩ কোটি টাকা।
  2. স্বাস্থ্য খাতে বিভিন্ন প্রকল্প বাবদ ২০০০ কোটি টাকা।
  3. শিক্ষা খাতে চলা একাধিক প্রকল্প মিলিয়ে ৩৬০০ কোটি টাকা।
  4. বাংলার নারীদের মাঝে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাবদ ৬৮৮৯ কোটি টাকা।
  5. পুলিশ এবং নিরাপত্তা খাতে ৫০০ কোটি টাকা।
  6. জনস্বার্থে ২৩০০ কোটি টাকা।
  7. সড়ক এবং জল বিষয়ক প্রকল্পে ১৪০০ কোটি টাকা।
  8. পূর্ববর্তী ঋণ পরিশোধের জন্য খরচ ইত্যাদি।

পশ্চিমবঙ্গ রাজ্যে ২০২৪-২৫ অর্থবছরে মোট ২০ হাজার ৯৩৩ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে যেখানে এর পূর্ববর্তী বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে মোট ১৫ হাজার ২৬২ কোটি টাকার অতিরিক্ত খরচ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রতিনিয়ত এই অতিরিক্ত খরচের কারণে রাজ্যের অর্থনীতির বিষয়টি চিন্তিত করে তুলছে অর্থনীতিবিদদের।

Important Links

বাজেট

Ipsita Dey

ইপ্সিতা দে! বাংলার তথ্য সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বারাসাত বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment